আন্তর্জাতিক শিশু দিবস ও ইয়াভ ফাউন্ডেশনের চেয়ারম্যান রোহিত রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে পথশিশুদের নিয়ে আনন্দ উদযাপন ও খাবার বিতরণ করেছে ইয়াভ ফাউন্ডেশন। বৃহস্পতিবার বিকেলে যশোর পৌরপার্কে কেক কেটে জন্মদিন উদযাপন শেষে পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
পরে যশোর রেলওয়ে স্টেশন এলাকায় পথশিশু ও ছিন্নমূল মানুষের মাঝেও খাবার বিতরণ করে সংগঠনটি।
আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইয়াভ স্কোয়াডের ইয়ুথ চিফ সাদিয়া সিদ্দিকী ও প্রান্ত বিশ্বাস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইয়াভ ফাউন্ডেশনের চেয়ারম্যান রোহিত রায়, ইয়াভ কালচারাল ক্লাবের সভাপতি পরমা শিকদার পাঁখি, ইয়াভ ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি মো. মোহন, লিসা মনি, সৌমিত্র গাঙ্গুলী, রুমানা নওরিন, স্নিগ্ধা আইচসহ ইয়াভ পরিবারের সদস্যরা।
জন্মদিন উপলক্ষে আয়োজিত এই কর্মসূচি সম্পর্কে রোহিত রায় বলেন, “আন্তর্জাতিক শিশু দিবস এবং আমার জন্মবার্ষিকীকে কেন্দ্র করে ইয়াভ পরিবারের এই আয়োজন আমাকে আপ্লুত করেছে। সবার দোয়া ও আশীর্বাদ কামনা করছি।”







