শামিম হোসেন, কুয়াদা প্রতিনিধি: যশোরের সতীঘাটায় সম্পত্তি দখলের উদ্দেশ্যে স্থানীয় বিএনপি নেতার পিতাকে নিঃসন্তান দেখিয়ে আদালতে প্রতারণামূলক মামলা দায়ের করা হয়েছে—এমন অভিযোগ উঠেছে। এবিষয়টি প্রকাশ্যে আসার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
অভিযোগসূত্রে জানা যায়, রামনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রব্বানীর পিতা মৃত আহাম্মদ আলী মুন্সী ওরফে সরদার আহম্মদ আলীর মৃত্যুর পর তার সম্পত্তি হাতিয়ে নিতে একই গ্রামের মৃত আহাম্মদ আলীর সন্তান—গোলাম সরোয়ার, গোলাম মোস্তফা ও ফাতেমা বেগম যোগসাজশে যশোরের বিজ্ঞ যুগ্ম জেলা জজ-১ আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি টিএস ৩৫৩/২০১৯ নম্বরে রুজু হয়। এতে রামনগর ইউনিয়নের ২১৫ নম্বর পান্তাপাড়া মৌজার ২৮টি দাগে মোট ৬ একর ১৬ শতাংশ জমি নিয়ে বিরোধ দেখা দেয়।
মামলায় দাবি করা হয়, মৃত আরশাদ আলীর ছেলে আবুল কালাম স্ত্রী–সন্তানহীন অবস্থায় মৃত্যুবরণ করেন এবং মৃত্যুর আগে তার সম্পত্তি চাচাতো ভাই আহাম্মদ আলী সরদারকে ওয়ারিশ করে যান। ফলে আহাম্মদ আলী সরদার এককভাবে সম্পত্তির মালিক হন। মামলায় আরও বলা হয়—আহাম্মদ আলী সরদার ‘ফরহেজগার মৌলভী’ হিসেবে পরিচিত ছিলেন।
তবে স্থানীয়দের দাবি, মামলার এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা ও কাল্পনিক। প্রকৃতপক্ষে মৃত আবুল কালামের ওয়ারিশগণ জীবিত আছেন। তারা হলেন—পুত্র গোলাম রব্বানী (৫৫), কন্যা জীবননেছা (৫৮), সাইফুন নেছা (৫০), শামছুন্নাহার ওরফে ছায়া (৪০) এবং স্ত্রী রহিমা বেগম (৭০)। তাঁরা সকলে বর্তমানে জীবিত থাকা সত্ত্বেও মামলায় তাদের ‘নিঃসন্তান’ দেখানো হয়েছে।
ওই পরিবারের সদস্যরা জানান, আবুল কালাম ২০১৩ সালের ১৮ এপ্রিল এবং আহাম্মদ আলী মুন্সী ২০০৬ সালে মৃত্যুবরণ করেন। কিন্তু বাদীপক্ষ মামলায় ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য উপস্থাপন করে সম্পত্তি দখলের পাঁয়তারা করেছে।
এদিকে অভিযুক্ত গোলাম মোস্তফা এলাকার হাজী ও সতীঘাটা বাজার জামে মসজিদের সভাপতি হিসেবে পরিচিত। অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি মামলার বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেন।
এ ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সচেতন মহল প্রতারণামূলক মামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
অপরদিকে, বিএনপি নেতা গোলাম রব্বানী জানান—তাঁর পরিবারের বিরুদ্ধে প্রতারণামূলক মামলার প্রতিবাদে তিনি বাদীপক্ষের বিরুদ্ধে পাল্টা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।







