Saturday, December 6, 2025

গোগা ইউনিয়নে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক — জনসম্পৃক্ততায় উচ্ছ্বাসিত এলাকাবাসী

মাসুদুর রহমান শেখ, বেনাপোল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও দলের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তির পক্ষে গণসংযোগ ও উঠান বৈঠক অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে ৬ নং গোগা ইউনিয়নের গোগা নুরানী ও কাওমী মাদ্রাসা মাঠে ধানের শীষের সমর্থনে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন গোগা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী। স্থানীয় বিএনপি নেতাকর্মী, বিভিন্ন গ্রামের সাধারণ মানুষ, নারী ভোটার, যুব সমাজ ও ব্যবসায়ীদের ব্যাপক উপস্থিতি বৈঠকটিকে প্রাণবন্ত করে তোলে।

উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার করতেই ধানের শীষের বিজয় জরুরি। তিনি অভিযোগ করে বলেন, বিএনপি দীর্ঘদিন ধরে গুম, খুন, মিথ্যা মামলা ও নির্যাতনের শিকার হলেও গণতন্ত্রের জন্য সংগ্রাম অব্যাহত রেখেছে। তিনি নেতাকর্মী ও এলাকাবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান এবং বলেন—দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী শাসনামলের হয়রানিমূলক মামলা বাতিল করা হবে।

জামায়াতে ইসলামের উদ্দেশে তিনি বলেন, “ভোটের মাধ্যমে জান্নাত–জাহান্নাম নির্ধারিত হয় না; তা একমাত্র আল্লাহই জানেন। মসজিদকে রাজনীতির হাতিয়ার বানাবেন না।” তিনি আরও দাবি করেন, যারা অতীতে জামায়াতকে ভণ্ড বলতেন, তারাই এখন ষড়যন্ত্র করে বিএনপির বিরুদ্ধে অবস্থান নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু মানুষ এসব বুঝে ফেলেছে।

নির্বাচিত হলে শার্শাজুড়ে উন্নয়ন, পাকা রাস্তা নির্মাণ, তরুণদের বিনামূল্যে কর্মসংস্থান, নারীদের জন্য শিল্প-কারখানা স্থাপনসহ সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি। স্মরণ করিয়ে দেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই দেশে গার্মেন্টস শিল্পের মাধ্যমে নারীর কর্মসংস্থানের পথ উন্মুক্ত করেছিলেন।

বক্তারা ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন—ধানের শীষের বিজয় মানেই জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা, পাশাপাশি শার্শার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা।

উঠান বৈঠক শেষে সাধারণ মানুষের মাঝে লিফলেট ও নির্বাচনী বার্তা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনি, গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হামিদ সর্দার, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান, জয়েন্ট সেক্রেটারি মোঃ ওলিয়ার রহমান, শার্শা উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন, ছাত্র নেতা বিপ্লব মণ্ডলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও বেনাপোল পৌর যুবদলের নেতৃবৃন্দ।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর