Friday, December 5, 2025

শিক্ষকদের সঙ্গে এনপিপি চেয়ারম্যানের মতবিনিময়

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: লক্ষ্মীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।

বৃহস্পতিবার বেলা ১১টায় কলেজের হলরুমে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ কাজল কুমার সরকার। সভায় বক্তব্য রাখেন প্রভাষক টিএম ফেরদৌস ওয়াহিদ, শেখ শরিফুল ইসলাম, বিএম শাহ আলমসহ আরও অনেকে।

সভায় সম্প্রতি প্রকাশিত এইচএসসি পরীক্ষার দুর্বল ফলাফলের জন্য দুঃখ প্রকাশ করেন ড. ফরিদুজ্জামান ফরহাদ। তিনি বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে দুর্বল বিষয়ে অতিরিক্ত ক্লাস নেওয়া এবং ছাত্রীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে হবে। শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

পরে তিনি লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গেও মতবিনিময় করেন।

মতবিনিময় অনুষ্ঠান শেষে ড. ফরহাদ নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য অসুস্থ শেখ হাফিজুর রহমানকে হাসপাতালে গিয়ে দেখে আসেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন এনপিপি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী শওকত আলী, নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, বদিয়ার রহমান মোল্যা, কাজী জিয়াউর রহমান লোটাস, রেজাউল করিম খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর