Saturday, December 6, 2025

চৌগাছায় ধানের শীষের প্রার্থী সাবিরা নাজমুল মুন্নীর পথসভায় জনতার ঢল

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নীর নির্বাচনী পথসভা ও মিছিলে উপচে পড়া জনসমাগম দেখা গেছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল ৪টায় চৌগাছা উপজেলার লাইট চত্বরে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউনুচ আলী দফাদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবিরা নাজমুল মুন্নি।

পথসভায় বক্তৃতাকালে সাবিরা নাজমুল মুন্নি বলেন, “ধানের শীষ উন্নয়নের প্রতীক। ধানের শীষে ভোট দিলে দেশ ও জাতির উন্নয়ন নিশ্চিত হবে। আমরা সবাই এক হয়ে চৌগাছা-ঝিকরগাছাকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও আইনশৃঙ্খলা-সমৃদ্ধ এলাকায় পরিণত করতে চাই।” তিনি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ খাইরুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, শহীদ নাজমুল ইসলামের ভাই নজরুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোবারক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান শওন। পথসভা শেষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর