চৌগাছা (যশোর) প্রতিনিধি:
যশোরের চৌগাছায় ট্রাকচাপায় সাধন কুমার মজুমদার (৫৭) নামের এক স্কুলশিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে পাশাপোল ইউনিয়নের পলুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাধন কুমার মজুমদার বালিয়া গৌরসুটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি সিংহঝুলী ইউনিয়নের গরীবপুর গ্রামের বাসিন্দা এবং ওপেন্দ্রনাথ মজুমদারের ছেলে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন তিনি বিনা বেতনে শিক্ষকতা করলেও সম্প্রতি তাঁর বেতন চালু হয়, ফলে পরিবারে স্বস্তি ফিরতে শুরু করেছিল। প্রতিদিনের মতো বৃহস্পতিবার স্কুল শেষে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন তিনি। পথে চৌগাছা-ঝিকরগাছা সড়কের পলুয়া এলাকায় সরকারি চালবাহী একটি ট্রাক (নম্বর: যশোর-ট-১১-১৪২২) পেছন থেকে ভ্যানকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর এলাকাবাসী ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়। তবে একাধিক স্থানীয় ব্যক্তি দাবি করেছেন, দুর্ঘটনার জন্য ট্রাকচালক পুরোপুরি দায়ী নাও হতে পারেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, “পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের লিখিত আবেদনের ভিত্তিতে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।”







