Friday, December 5, 2025

মহেশপুরের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে দালালসহ ছয়জনকে আটক

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলার মহেশপুরের সামন্তা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে দালালসহ ছয়জনকে আটক করেছেন ৫৮ বিজিবি সদস্যরা।
৫৮ বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার সামন্তা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে চারজন বাংলাদেশি নাগরিক ও দু’দালালসহ ছয়জনকে আটক করে ৫৮ বিজিবি’র সামন্তা বিওপির টহল দল।আটকরা হলেন বাগেরহাটের শরণখোলা উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল সবুরের ছেলে আল বারু (৩৪), মোরেলগঞ্জ উপজেলার আমতলী গ্রামের মাহমুদ শেখের ছেলে শামীম হোসেন (২৫), মোড়েলগঞ্জ গ্রামের বাবুল মিয়ার মেয়ে সালমা আক্তার (৪০), খুলনার পুরানা মাইল গ্রামের জয়নালের ছেলে ইউনুস আলী (২৬) এবং পারাপারে সহায়তাকারী দালাল মহেশপুর থানার বাউলি গ্রামের সালাউদ্দিনের ছেলে পারভেজ (২০) ও সামন্তা গ্রামের ওলিয়ারের ছেলে লিটন (১৯)।৫৮  বিজিবি’র সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, অবৈধভাবে ভারতে প্রবেশকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। বুধবার সকালে তাদেরকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর