Saturday, December 6, 2025

যশোরে বাস মেরামতের সময় দুর্ঘটনা: গুরুতর আহত ১৩ বছরের শিশু

যশোরের সদর উপজেলার রামনগর পিকনিক কর্নারের বিপরীত পাশে গাজী ওয়ার্কশপে বাস মেরামতের সময়  দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে আরাফাত (১৩) নামে এক কিশোর। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল  ১১টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, আরাফাত তার ভাইয়ের সঙ্গে ওয়ার্কশপে কাজ করছিল। কাজের এক পর্যায়ে মেরামতের জন্য রাখা বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তার ওপর এসে পড়ে। এতে সে গুরুতর আহত হয়। ঘটনার সময় তার সঙ্গে থাকা ভাই দ্রুত তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান।

বর্তমানে আরাফাত সদর হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা আশঙ্কাজনক।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর