যশোর জেলা ছাত্রদলের উদ্যোগে নবগঠিত কলেজ কমিটির নেতৃবৃন্দকে সাথে নিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলামের কবর জিয়ারত করা হয়েছে।
বুধবার দুপুরে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষস্থানীয় নেতারা তরিকুল ইসলামের কবরস্থানে গিয়ে ফাতেহা পাঠ ও দোয়া মাহফিলে অংশ নেন।
জিয়ারত শেষে প্রয়াত তরিকুল ইসলামের রাজনৈতিক অবদান, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এবং যশোরকে আধুনিক শহর হিসেবে গড়ে তোলায় তাঁর অসামান্য অবদানের কথা স্মরণ করেন নেতারা।







