Saturday, December 6, 2025

নবগঠিত কলেজ কমিটির নেতৃত্ব নিয়ে তরিকুল ইসলামের কবর জিয়ারত করল যশোর জেলা ছাত্রদল

যশোর জেলা ছাত্রদলের উদ্যোগে নবগঠিত কলেজ কমিটির নেতৃবৃন্দকে সাথে নিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলামের কবর জিয়ারত করা হয়েছে।

বুধবার দুপুরে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষস্থানীয় নেতারা তরিকুল ইসলামের কবরস্থানে গিয়ে ফাতেহা পাঠ ও দোয়া মাহফিলে অংশ নেন।

জিয়ারত শেষে প্রয়াত তরিকুল ইসলামের রাজনৈতিক অবদান, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এবং যশোরকে আধুনিক শহর হিসেবে গড়ে তোলায় তাঁর অসামান্য অবদানের কথা স্মরণ করেন নেতারা।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর