Saturday, December 6, 2025

চৌগাছায় রহস্যজনক অগ্নিকাণ্ডে কৃষকের বসতবাড়ি ও ছয় ছাগল পুড়ে ছাই

যশোরের চৌগাছায় রহস্যজনক অগ্নিকাণ্ডে কৃষিশ্রমিক আশারফ আলীর (৬০) বসতবাড়ি পুড়ে গেছে এবং তার গৃহপালিত ছয়টি ছাগল মারা গেছে। বুধবার (১৯ নভেম্বর) রাত ১২টার পর স্বরুপদাহ ইউনিয়নের মাশিলা গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতির পরিমাণ প্রায় আড়াই লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

আশারফ আলী জানান, গভীর রাতে বাড়ির পাশে রাখা পাটকাঠির গাদায় আগুন লাগে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে আটটি ছাগলের মধ্যে ছয়টি পুড়ে মারা যায় এবং দুটি মারাত্মকভাবে দগ্ধ হয়। আগুনে তাঁর লেপ–কম্বল, আসবাবপত্র, নগদ টাকা ও অন্যান্য সামগ্রীও ভস্মীভূত হয়।

তিনি অভিযোগ করেন, জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে তার ভাই বাদশা আগুন লাগিয়ে থাকতে পারেন। আগুন লাগার সময় কেরোসিন তেলের গন্ধও পাওয়া গেছে বলে জানান তিনি। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।

স্থানীয়রাও জানান, দুই ভাইয়ের মধ্যে জমি ও রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। অগ্নিকাণ্ডের সময় প্রতিবেশীরা পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

চৌগাছা ফায়ার সার্ভিসের লিডার শেখ আবু জাহিদ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো সম্ভব হয়।
চৌগাছা থানার ডিউটি অফিসার এসআই শারমিন আক্তার জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর