Saturday, December 6, 2025

অতিরিক্ত ডিআইজির যশোরের তিন থানা পরিদর্শন

পুলিশের খুলনা রেঞ্জের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ক্রাইম ম্যানেজমেন্ট) বেলায়েত হোসেন আকস্মিকভাবে যশোরের তিনটি থানা অভয়নগর, বাঘারপাড়া ও কোতোয়ালি মডেল থানা পরিদর্শন করেছেন। বুধবার তিনি হঠাৎ এসব থানায় উপস্থিত হয়ে আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সরেজমিন তথ্য সংগ্রহের অংশ হিসেবে তিনি এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।

বিকেলে কোতোয়ালি মডেল থানা পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) আহসান হাবীব, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান, পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন, পরিদর্শক (অপারেশনস) মমিনুল হকসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা।

এদিকে বাঘারপাড়া থানার ওসি ফকির তাইজুর রহমান জানান, অতিরিক্ত ডিআইজি বুধবার সকালেই বাঘারপাড়া থানায় আসেন এবং থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এরআগে অভয়নগর থানা পরিদর্শন করে বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর