যশোরের চাঞ্চল্যকর চয়ন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার সকাল ১০ টায় শহরের পালবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। আসামিরা হলেন, মানিক কুমার ও মুক্ত কুমার। তারা সদর উপজেলার সানতলা গ্রামের কৃষ্ণ কুমারের ছেলে।
মামলার এজাহারে জানা যায়,গত ২৩ ফেব্রুয়ারি সদর উপজেলার চুড়ামনকাঠি কুন্ডুপাড়ায় একটি নামযজ্ঞ অনুষ্ঠানকে কেন্দ্র করে দুই গ্রামের দাসপাড়ার যুবকদের মধ্যে বিরোধ শুরু হয়, যা পরদিন মল্লিকপুরে গড়ায় সংঘর্ষে। এতে চয়নের বন্ধু জবীন ও স্বাধীন দাস ছুরিকাহত হন। চয়ন দাস ২৫ ফেব্রুয়ারি রাতে আহত বন্ধুদের দেখে হাসপাতালে যাওয়ার পর ফেরার পথে শানতলায় প্রতিপক্ষের হামলার শিকার হন। তাকে রাস্তার উপর ফেলে গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করা হয় চয়ন দাসকে। ঘটনার পর যশোর কোতয়ালী থানায় ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা করে চয়নের পিতা নয়ন । এ মামলার আসামি ওই দুইজন। তারা এতদিন পলাতক ছিলেন। র্যাব উপস্থিতি টের পেয়ে তাদেরকে গ্রেফতার করে।







