যশোর সদর উপজেলার ফরিদপুর গ্রামের পোল্ট্রি ব্যবসায়ী আবু বক্কার হত্যা মামলায় আটক দম্পতির বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। বুধবার মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই জাহিদুল ইসলাম। অভিযুক্তরা হলেন, ফরিদপুর গ্রামের নির্মল কুমার সরকার ও তার স্ত্রী সরস্বতী সরকার।
মামলার এজাহারসূত্রে জানা যায়, আবু বক্কার বাড়িতে পোল্ট্রি মুরগি পালন করতেন। গত মে মাসে অভিযুক্ত দম্পতি তার কাছ থেকে ৯০০ টাকার তিনটি মুরগি বাকিতে ক্রয় করেন। পরে পাওনা টাকা চাইতে গেলে তারা বারবার সময়ক্ষেপণ করেন। গত ২২ জুলাই আবু বক্কার পাওনা টাকা নিতে তাদের বাড়িতে গেলে বাকবিতণ্ডা বাধে। একপর্যায়ে নির্মল ও সরস্বতী সরকার তাকে বাঁশের লাঠি দিয়ে মারধর করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেদিনই বিকেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে রকি কবিরাজ কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। তদন্তে প্রমাণ পাওয়ায় আটক দম্পতির বিরুদ্ধেই চার্জশিট দাখিল করেছে পুলিশ।







