যশোরে ১০ দফা দাবিতে মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পান চাষী সমিতি, যশোর জেলা শাখা। বুধবার সকাল সাড়ে ১০টায় দড়াটানা মোড় থেকে একটি মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে কৃষি মন্ত্রণালয়ে স্মারকলিপি হস্তান্তর করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পান দেশের একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। একসময় এ ফসল রপ্তানি করে বছরে ৩০০–৪০০ কোটি টাকা বৈদেশিক মুদ্রা আয় হতো। বর্তমানে পান রপ্তানিতে শুল্ক প্রতি কেজিতে ১ ডলার থেকে বাড়িয়ে ৫ ডলার করায় রপ্তানি কার্যত বন্ধ হয়ে গেছে। ফলে বাজারে ধস নেমেছে, চাষীরা ন্যায্যমূল্য পাচ্ছেন না এবং অনেকে ঋণের বোঝায় নিঃস্ব হওয়ার উপক্রম।
পান চাষীরা রপ্তানি শুল্ক বৃদ্ধি বাতিল, রপ্তানি বৃদ্ধিতে প্রতিবন্ধকতা দূর, আপৎকালীন সময়ে এনজিও ঋণের কিস্তি স্থগিত, চাষীদের প্রণোদনা প্রদান, উৎপাদন উপকরণের দাম কমানো, পান গবেষণা কেন্দ্র স্থাপন ও আধুনিক সংরক্ষণাগার নির্মাণসহ ১০ দফা দাবি তুলে ধরেন।
কর্মসূচিতে জেলা শাখার উপদেষ্টা তসলিমুর রহমান, জিল্লুর রহমান ভিটু, সদস্য মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







