যশোরে চুল কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে এক নরসুন্দরকে ছুরিকাঘাত করেছে একই এলাকার এক যুবক। ঘটনাটি বুধবার দুপুর ১টার দিকে বারান্দিপাড়া ফুলতলা বাজারে ঘটে।
জানা যায়, নরসুন্দর মৃত রাজু দাসের ছেলে জীবন দাস (৩০)। তিনি নিজের দোকানে কাজ করার সময় একই সাকিনের যুবক সুজন (২৫) চুল কাটাকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে সুজনের হাতে থাকা চাকু দিয়ে জীবন দাসকে পেছন দিক থেকে আঘাত করে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।
ঘটনার পর আহত জীবন দাস নিজেই যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, ভিকটিম বর্তমানে পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।







