Saturday, December 6, 2025

বাছুরের বাড়িতে যাওয়া নিয়ে সংঘর্ষ: যশোর বাঘারপাড়ায় গাছি দা-এর কোপে আহত ১

যশোর, ১৯ নভেম্বর ২০২৫: সামান্য একটি পারিবারিক বিবাদকে কেন্দ্র করে যশোর জেলার বাঘারপাড়ায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। গরুর বাছুর বাড়িতে যাওয়া নিয়ে কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষের ধারালো গাছি দা-এর কোপে গুরুতর আহত হয়েছেন এক ব্যক্তি। আহত ব্যাক্তি সায়েদ সরদার (৫৫) বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে  চিকিৎসাধীন।

স্থানীয় ও আহতের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০ টার সময় বাঘারপাড়া উপজেলার দহাকোলা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের সায়েদ সরদারের (৫৫) বাড়িতে গরুর বাছুর যাওয়া নিয়ে একই গ্রামের কয়েকজনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।

কথা কাটাকাটির এক পর্যায়ে আশিক (৩২), আইয়ুব আলী (৬০), এবং ইমারত (৪৫) ভিকটিমের বাড়িতে প্রবেশ করে। তারা সায়েদ সরদারকে লাঠি দিয়ে মারপিট শুরু করে এবং এক পর্যায়ে গাছি দা দিয়ে তার মাথায় ও হাতে উপর্যুপরি আঘাত করে রক্তাক্ত জখম করে।

পরে বাড়ির অন্যান্য সদস্যরা ভিকটিমকে উদ্ধার করে দ্রুত বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।

দুপুরের দিকে সায়েদ সরদারকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ভিকটিম বর্তমানে পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তার আঘাত গুরুতর হলেও অবস্থা স্থিতিশীল।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর