Saturday, December 6, 2025

‘লোন’ দেবে বলে অর্ধশত মানুষকে পথে বসালো ভুয়া এনজিও!

যশোরে আরডিএফ নামে একটি ভুয়া এনজিওর বিরুদ্ধে স্থানীয় অর্ধশতাধিক মানুষ ৩০ লাখ টাকারও বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন। মানববন্ধনে দায়তলা, বাউলিয়া, সুলতানপুর, ধানঘাটা ও ফতেপুরের ভুক্তভোগীরা জানান, এনজিও কর্মীরা মোটা অঙ্কের ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে শতাধিক সদস্য সংগ্রহ করে। সদস্যপ্রতি ২০০ টাকা ফি ছাড়াও ২০–৫০ হাজার টাকা পর্যন্ত ‘লোন প্রসেসিং’ খরচ আদায় করা হয়।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, দীর্ঘদিন অপেক্ষার পরও কেউ ঋণ পাননি। বরং এনজিও কর্মীরা বারবার সময়ক্ষেপণ, অতিরিক্ত টাকা দাবি এবং হুমকি দিতে থাকেন। ৫ নভেম্বর প্রতিষ্ঠানটির হামিদপুর অফিসে গেলে দেখা যায়—কর্মীরা দ্রুত অফিস গুটিয়ে পালানোর প্রস্তুতি নিচ্ছে, এরপরই তারা বুঝতে পারেন এটি একটি ভুয়া সংস্থা।

অভিযোগে বাড়িওয়ালা ব্যাংকার শফিকুজ্জামানের সংশ্লিষ্টতার কথাও তুলে ধরেন তারা। তার সঙ্গে কথা বলতে গেলে তিনি উল্টো হুমকি দেন বলেও অভিযোগ রয়েছে। ভুক্তভোগীরা এনজিওর সংশ্লিষ্ট কর্মী ইয়াসমিন, সালাউদ্দিন, আলী আকবারসহ আরও কয়েকজনকে অবিলম্বে আটক করার দাবি জানান।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি আবুল হাসনাত খান বলেন, লিখিত অভিযোগ নেওয়া হয়েছে এবং যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তদের মোবাইল ফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করলেও সবগুলো বন্ধ পাওয়া গেছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর