Saturday, December 6, 2025

অবশেষে নতুন ঠিকানা পেল ইছামতির তীরে কুড়িয়ে পাওয়া সেই নবজাতক

শার্শা ও বেনাপোল প্রতিনিধি:  যশোরের বেনাপোলে ইছামতি নদীর তীরে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া সেই অসহায় নবজাতক অবশেষে খুঁজে পেল তার নতুন বাবা-মা। মানবিকতার অনন্য নজির স্থাপন করে শিশুটির অভিভাবকের দায়িত্ব নিয়েছেন সানাউর রহমান নামের এক ব্যবসায়ী ও তার স্ত্রী।

মঙ্গলবার সকাল ১০টায় শার্শা উপজেলা প্রশাসন কার্যালয়ে এক আবেগঘন পরিবেশে আনুষ্ঠানিকতা শেষে শিশুটিকে সানাউরের স্ত্রীর কোলে তুলে দেওয়া হয়। দীর্ঘ প্রতীক্ষার পর সন্তান কোলে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন ওই দম্পতি। মুহূর্তেই শিশুটিকে আপন করে নেন তারা।

দত্তক প্রক্রিয়া ও যাচাই-বাছাই শার্শা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তোহিদুল ইসলাম জানান, শিশুটিকে দত্তক নেওয়ার জন্য সানাউর দম্পতি আবেদন করেছিলেন। তারা নিঃসন্তান। প্রশাসনের পক্ষ থেকে তাদের আর্থিক স্বচ্ছলতা, সামাজিক অবস্থান এবং সন্তান লালন-পালনের সক্ষমতা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হয়। সকল শর্ত পূরণ হওয়ায় এবং শিশুটির ভবিষ্যতের কথা চিন্তা করে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে নবজাতকটিকে তুলে দেওয়া হয়েছে।

হস্তান্তর প্রক্রিয়ার সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা গুলশানআরা এবং শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম।

এর আগে গত বুধবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে গাজীপুর ও নামাজ গ্রামের মধ্যবর্তী হাকড় নদীর ধারে ওই নবজাতকটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে নদীর পাড়ে উৎসুক জনতার ভিড় জমে।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বেনাপোল পৌর প্রশাসক ডা. নাজিব হাসান। তিনি শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন এবং প্রশাসনের হেফাজতে নেন। অবশেষে এক সপ্তাহের মাথায় শিশুটি পেল তার নিরাপদ আশ্রয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর