কপিলমুনি (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে যুব উন্নয়ন অধিদপ্তরের অর্থায়নে এবং সমাজ উন্নয়নমূলক যুব সংগঠন এনবিডিজেএস–এর উদ্যোগে “হস্তশিল্পের উপকরণ বিতরণ–২০২৫” কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সংগঠনের কপিলমুনি কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।
“সমাজ উন্নয়নে বৈষম্য নয়, যুব সংগঠনের হোক জয়” স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে দলিত ও অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়নে বিভিন্ন দিক তুলে ধরা হয়। নাগরিক উদ্যোগের পরামর্শে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিডিজেএস নির্বাহী পরিচালক মুক্তি সরদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর মোড়ল এবং বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক অজয় সাধু। এ সময় অতিথিবৃন্দ এবং সংগঠনের নেতৃবৃন্দ হস্তশিল্পের উপকরণ বিতরণ করেন।
বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে দক্ষতা উন্নয়ন ও স্বনির্ভরতার পথে উৎসাহিত করবে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।







