Saturday, December 6, 2025

নওয়াপাড়া রেলওয়ে স্টেশনে রেললাইনে ককটেল নিক্ষেপ

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া রেলওয়ে স্টেশনে রেললাইনের ওপর ককটেল নিক্ষেপ করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। সোমবার (১৭ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে কেউ আহত না হলেও এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

ঘটনার পর নওয়াপাড়া রেলওয়ে নিরাপত্তা শাখার এসআই খোরশেদ আলম ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, বিস্ফোরণস্থল থেকে লাল টেপের কয়েকটি অংশ উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে.এম. রবিউল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেললাইনের পাশেই লুকিয়ে থাকা দুষ্কৃতিকারীরা ককটেল নিক্ষেপ করে পালিয়ে গেছে।” তিনি আরও জানান, ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর ওসি কে.এম. রবিউল ইসলাম ও থানার ইন্সপেক্টর (তদন্ত) শুভ্র কুমার দাস ঘটনাস্থল পরিদর্শন করেন। রেলওয়ে পুলিশ এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা না গেলেও পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর