মাসুদুর রহমান শেখঃ: যশোরের শার্শা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন— শার্শা থানার রাড়ীপুকুর স্কুলপাড়া এলাকার মৃত আঃ রাজ্জাকের ছেলে সোহাগ হোসেন (২৮)।
সোমবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় শার্শা থানার রাড়ীপুকুর এলাকা থেকে ইয়াবাসহ সোহাগ হোসেনকে আটক করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে শার্শা থানায় মামলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আটক আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।







