যশোরের অভয়নগর উপজেলায় ফেসবুকে একাধিক ফেক আইডি খুলে অশ্লীল পোস্ট দেওয়া, পথে আটকে হুমকি ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগে হোসাইন ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। অভয়নগরের গোয়াখোলা গ্রামের ভুক্তভোগী এক নারী বাদী হয়ে যশোর আদালতে মামলাটি দায়ের করেন।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মণ্ডল অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে অভয়নগর থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আসামি হোসাইন ইসলাম চেঙ্গুটিয়া চাপাতলা গ্রামের খায়ভার মোল্যার ছেলে।
মামলার অভিযোগে বলা হয়েছে, হোসাইন ইসলাম ফেসবুকে একাধিক ভুয়া আইডি খুলে ভুক্তভোগী নারীর ছবি ব্যবহার করে অশ্লীল ও কুরুচিপূর্ণ পোস্ট করে আসছিলেন। পাশাপাশি ওই নারীর স্বামীর ছবিতেও তিনি অশোভন মন্তব্য করেন।
এ ছাড়া গত ২৪ অক্টোবর আসামি হোসাইন ভুক্তভোগী নারীর মাকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং পুরো পরিবারকে ক্ষতির হুমকি দেন। গত ৩১ অক্টোবর সন্ধ্যায় পিতার বাড়ি থেকে ভাড়া বাসায় ফিরছিলেন ভুক্তভোগী। পথিমধ্যে পালপাড়া রোডের শাপলা খাতুনের বাড়ির সামনে পৌঁছালে হোসাইন ইসলামসহ দুই–তিনজন মোটরসাইকেলে এসে তার ভ্যানের গতিরোধ করে। এরপর তাকে জোরপূর্বক নিচে নামিয়ে শ্লীলতাহানির চেষ্টা চালায়। চিৎকার দিলে তারা তার গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।







