যশোরে আজ পালিত হলো মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম প্রয়াণ দিবস। এ উপলক্ষে মওলানা ভাসানী পরিষদ, যশোর শাখা বিকাল ৪টায় যশোর প্রেস ক্লাবে এক আলোচনা সভার আয়োজন করে।
সভায় বক্তারা বলেন, “মওলানা ভাসানী বলতেন— আমরা আমেরিকা, ভারত বা চীনের দালালি করব না; আমরা শুধুমাত্র বাংলাদেশের পক্ষে থাকব।” বক্তারা অভিযোগ করেন, অতীত সরকার ছিল ভারতের স্বার্থে ঝুঁকিপূর্ণ এবং বর্তমান সরকার যুক্তরাষ্ট্রের প্রভাববলয়ে থেকে দেশের বন্দর বিদেশি শক্তির কাছে তুলে দিচ্ছে, যা দেশের সার্বভৌমত্বকে বিপন্ন করছে।
বক্তারা আরও দাবি করেন, আজ ডেনমার্কের সঙ্গে সমুদ্র টার্মিনাল নির্মাণের চুক্তি সম্পাদনের বিষয়টি আড়াল করার জন্যই সরকারের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণা করা হয়েছে।
পরিষদের আহ্বায়ক হারুন-অর-রশীদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মুস্তাফিজুর রহমান কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ।
এ ছাড়া বক্তব্য দেন— অধ্যাপক ইসরারুল হক, কমরেড নাজিমউদ্দিন, বাম গণতান্ত্রিক জোটের আহ্বায়ক হাসিনুর রহমান, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক তসলিমুর রহমান, ভাসানী অনুসারী অ্যাডভোকেট আজিজুল ইসলাম, মোহাম্মদ শাহজাহান মিয়া, ইসমাইল হোসেন এবং শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলুসহ অন্যরা।







