Saturday, December 6, 2025

ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত একজন

যশোরের ঝিকরগাছা উপজেলার কায়েমখোলা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় আফজাল (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহত আফজালের বাড়ি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার গজালিয়া পুটখালী গ্রামে। তিনি পেশায় সহকারী কন্ট্রাক্টর।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আফজাল মোটরসাইকেল চালিয়ে যশোর থেকে ছুটিপুর যাওয়ার পথে কায়েমখোলা বাজার এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাতনামা লোকাল বাসের সাথে সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।

বর্তমানে তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর