Saturday, December 6, 2025

মনিরামপুরে বিশেষ অভিযানে আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার

যশোরের মনিরামপুরে বিশেষ অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—মনিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ বিশ্বাস, কুলটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র মণ্ডল (৫৫) এবং শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আরাধন ঘোষ ওরফে বাসুদেব ঘোষ (৫০)।

মনিরামপুর থানা পুলিশ জানায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার দুপুরে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর