ঘটনাবহুল এ পৃথিবীতে প্রতিদিন অসংখ্য ঘটনা ঘটে; তবে কিছু ঘটনা বিশ্বাসের সীমা ছাড়িয়ে যায়। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পাকিস্তানের পাঞ্জাবে। সেখানে থানায় গিয়ে জিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেছেন এক নারী।
রোববার (১৬ নভেম্বর) পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম দ্য ডন এ ঘটনাটি প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, পাঞ্জাবের ভাদর গ্রামের ৪০ বছর বয়সী এক নারী গত বৃহস্পতিবার কাকরালি থানায় দায়ের করা এফআইআরে দাবি করেন, তার ১৮ বছর বয়সী স্বামী তাকে একাধিকবার যৌন নির্যাতন করেছে। তবে নির্যাতনের সময় স্বামীর ওপর একটি ‘জিন’ ভর করে এবং সেই জিনই তাকে এসব কাজে বাধ্য করে।
এফআইআরের কপিতে দেখা যায়, পাকিস্তান পেনাল কোডের ৩৭৬ ধারা—ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে।
অভিযোগকারী নারী জানান, ‘আদিল’ নামে এক জিন তার প্রেমে পড়েছে। স্বামীর ওপর সেই জিনের ‘নিয়ন্ত্রণ’ চলে এলে তার সঙ্গে যৌনসম্পর্ক না হওয়া পর্যন্ত স্বামী আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে না। এসব ঘটনায় তার পারিবারিক জীবন ভেঙে পড়েছে বলেও অভিযোগ করেন তিনি।
পাকিস্তানে জিনের প্রভাবে অপরাধ সংঘটনের অভিযোগ খুব সাধারণ নয়, তবে একেবারে নতুনও নয়। চলতি বছরের সেপ্টেম্বরেও লাহোর হাইকোর্ট ছয় বছর ধরে নিখোঁজ এক নারীর সন্ধান চেয়ে করা আবেদনে পুলিশপ্রধানকে তলব করে। সেই মামলায় ভুক্তভোগীর শ্বশুরবাড়ির সদস্যরা দাবি করেছিলেন, তাদের বাড়ির বউকে একটি জিন অপহরণ করেছে।







