মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোল: যশোরের বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫–এর দুই শ্রমিকের মৃত্যুতে তাদের পরিবারকে মরণোত্তর আর্থিক সহযোগিতার অংশ হিসেবে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা নগদ প্রদান করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ইউনিয়ন কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মৃত শ্রমিক বালুন্ডা গ্রামের জিয়ারুল ইসলাম এবং বড় আঁচড়া গ্রামের বকতিয়ার রহমানের পরিবারের হাতে এই অর্থ সহায়তা তুলে দেয়া হয়। ইউনিয়নের কল্যাণ তহবিল থেকে এ অর্থ প্রদান করা হয়।
আর্থিক সহায়তা গ্রহণ করেন জিয়ারুল ইসলামের স্ত্রী শাহিনুর আক্তার এবং বকতিয়ার রহমানের স্ত্রী রেহেনা বেগম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি, সাধারণ সম্পাদক সহিদ আলী, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ ও জিয়াউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্যক্ষ সবুজ হোসেন, কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামানসহ ইউনিয়নের অন্যান্য শ্রমিক।
ইউনিয়নের সাধারণ সম্পাদক সহিদ আলী বলেন, শ্রমিকদের কল্যাণে সবসময় পাশে থাকার চেষ্টা করা হচ্ছে। ভবিষ্যতে সুযোগ সৃষ্টি হলে শ্রমিকদের আরও সহায়তা প্রদান করা হবে। তিনি জানান, নিহত শ্রমিক পরিবারের জন্য সরকারি অনুদান নিশ্চিত করতেও চেষ্টা করা হবে।
তিনি আরও বলেন, বিএনপির নির্দেশনা অনুযায়ী অসহায় শ্রমিক পরিবারের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করা হচ্ছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।
ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি বলেন, সাধারণত মরণোত্তর সুবিধা হিসেবে চেক প্রদান করা না হলেও শ্রমিক কল্যাণ তহবিল থেকে মৃত শ্রমিকের পরিবারকে চিকিৎসা ও সন্তানদের শিক্ষাসহ জরুরি প্রয়োজনে আর্থিক সহায়তা প্রদান করা হয়।







