Friday, December 5, 2025

কলারোয়ায় মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় মানব পাচার প্রতিরোধে গঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে মানব পাচার প্রতিরোধ প্রকল্পের আওতায় এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের জরিপ অফিসার আব্দুল মুজিদ, কলারোয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার, কাজীরহাট কলেজের অধ্যক্ষ এস এম শহিদুল আলমসহ ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কর্মকর্তারা।

অনুষ্ঠান পরিচালনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের জেলা সমন্বয়ক মোঃ হুমায়ূন রশিদ এবং সেক্টর স্পেশালিস্ট (ইকোনমিক রিইন্টিগ্রেশন) ইমরান হোসেন।

সভায় প্রধান অতিথি মোঃ জহুরুল ইসলাম বলেন, সীমান্ত এলাকায় পাচারকারীরা বিভিন্ন কৌশলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। নিরাপদ অভিবাসন সম্পর্কে সঠিক তথ্য না জানার কারণে অনেকেই ঝুঁকিপূর্ণ পথে গিয়ে অসহায় অবস্থায় পড়েন। মানব পাচার প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় দালালচক্রের কার্যক্রম রোধে নিয়মিত নজরদারি, অভিবাসন প্রশিক্ষণ বৃদ্ধি, স্কুল-কলেজে সচেতনতামূলক কার্যক্রম এবং কমিউনিটি পর্যায়ে প্রচার-প্রচারণা আরও জোরদার করা প্রয়োজন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর