যশোরে পাওনা টাকা চাইতে গেলে পিতাকে মারধর ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে পুত্র মামুনের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার সদর উপজেলার মধ্য কচুয়া গ্রামের বাসিন্দা ভুক্তভোগী আব্দুল জব্বার আদালতে এ মামলা করেছেন । সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রহমত আলী অভিযোগ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
মামলায় আব্দুল জব্বার উল্লেখ করেন, জীবিকা নির্বাহের জন্য তিনি ব্যাটারিচালিত ভ্যান চালান। তার সঞ্চিত কিছু টাকা তিনি মামুনের স্ত্রীর কাছে নিরাপদে গচ্ছিত রেখেছিলেন। পরে মামুন বিষয়টি জানতে পেরে কৌশলে স্ত্রীর কাছ থেকে ওই ৫০ হাজার টাকা নিয়ে খরচ করে ফেলেন। ঘটনা জানার পর আব্দুল জব্বার টাকা ফেরত চাইলে মামুন ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন এবং বাড়ি থেকে বের করে দেন। বাধ্য হয়ে তিনি তার অসুস্থ স্ত্রীকে নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নেন। পরবর্তীতে গত ৩ নভেম্বর দুপুর আড়াইটার দিকে মাত্র ৫০ টাকা চাইতে গেলে মামুন আবারো তাকে মারধর করেন । তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন। বাধ্য হয়ে তিনি আদালতে এ মামলা করেন।







