এইচ এম শহিদুল ইসলাম, মোরেলগঞ্জ (বাগেরহাট)প্রতিনিধি :বাগেরহাটের মোরেলগঞ্জে বুধবার সুপারি বাগান থেকে মাদ্রাসা শিক্ষক শহিদুল ইসলাম হাওলাদার(৫২) মরদেহ উদ্ধার করছে পুলিশ। সে উপজেলার হোগলাপাশা গ্রামের মৃত.আব্দুল গনি হাওলাদারের ছেলে।
এলাকাবাসি জানায়, সকাল ৯টার দিকে ইউনিয়নের দাসখালী গ্রামের আলমগীর হাওলাদারের বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শহিদুল ইসলাম পিরোজপুর জেলার নামাজপুর সাকিনা হামিদ দাখিল মাদরাসার শিক্ষক। তার স্ত্রী ও দুটি ছেলে সন্তান রয়েছে। সুপারি বাগানের পার্শ্ববর্তী বাসিন্দা জনৈক সুধারানী মজুমদার বাগানে লাশ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ খবর পেয়ে শিক্ষক শহিদুলের মরদেহ উদ্ধার করে।
থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। শহিদুল ইসলামের লাশ পুলিশ হেফাজতে নিয়ে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
মোরেলগঞ্জে সুপারি বাগান থেকে মাদরাসা শিক্ষকের মরদেহ উদ্ধার

আরো পড়ুন






