Saturday, December 6, 2025

যশোরের সাবেক এসপির বিদেশ যেতে নিষেধাজ্ঞা

যশোরের সাবেক পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। ১৬ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ এ আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক এমরান হোসেন অভিযুক্তের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট যশোর জেলার সাবেক পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের বিরুদ্ধে চাঁদাবাজি, চোরাচালান এবং অবৈধ উপায়ে অর্জিত অর্থ উপার্জন করে পাচারের অভিযোগ রয়েছে।

অভিযোগের অনুসন্ধান দুর্নীতি দমন কমিশনে চলমান রয়েছে।অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট প্রলয় কুমার গোপনে দেশত্যাগ করার প্রচেষ্টা চালাচ্ছেন। তিনি দেশত্যাগ করে বিদেশ পালিয়ে গেলে অভিযোগ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র, আলামত প্রাপ্তিতে ব্যাঘাত সৃষ্টি হবে। এজন্য অভিযোগ সংশ্লিষ্টের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেয়া আবশ্যক।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর