মাসুদুর রহমান শেখ বেনাপোল: শার্শা উপজেলার ১১ নং নিজামপুর ইউনিয়নের কেরালখালী–পারিয়ার ঘোপ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে এক অভূতপূর্ব উঠান বৈঠক অনুষ্ঠিত হয়, যা মুহূর্তেই রূপ নেয় বিশাল জনসমাবেশে। এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর–১ (শার্শা) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি। সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আলম আতা এবং সঞ্চালনা করেন ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ আলী।
বক্তারা বলেন, এমপি না হয়েও মফিকুল হাসান তৃপ্তি শার্শায় উন্নয়ন, কর্মসংস্থান ও মানবিক সহায়তায় যে অবদান রেখেছেন তা নজিরবিহীন। তার সাংগঠনিক দক্ষতা ও আন্তরিকতা তাকে জনগণের আস্থার প্রতীকে পরিণত করেছে।
নিজ বক্তব্যে তৃপ্তি বলেন, বিএনপিকে দুর্বল করতে বিভিন্ন ষড়যন্ত্র হয়েছে, কিন্তু জনগণ সেগুলো প্রত্যাখ্যান করেছে। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন—সংবিধানে ‘পিআর’ পদ্ধতির অস্তিত্ব নেই। তরুণ প্রজন্মের উদ্দেশে তিনি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার উন্নয়নমূলক ভূমিকার কথা তুলে ধরেন।
তিনি প্রতিশ্রুতি দেন—শার্শার শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ, এমপিওভুক্তিতে সহায়তা, শিক্ষিত যুবকদের চাকরি ও বেকার ভাতা, নারীদের প্রশিক্ষণ ও কর্মসংস্থান, চাঁদাবাজি–দালালবৃত্তির বিরুদ্ধে জিরো টলারেন্স, আধুনিক যোগাযোগ ব্যবস্থা ও বেনাপোল পোর্ট ডিজিটালাইজেশন করা হবেিআগামী জাতীয় নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে পারলে।
বৈঠকে শার্শা ও জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। শেষে মফিকুল হাসান তৃপ্তি আয়োজকদের ধন্যবাদ জানান এবং তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করেন।







