বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক মাদক মামলার আসামীর ছুরিকাঘাতে আবুল হোসেন নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) গভীর রাতে শার্শা ইউনিয়নের বুরুজবাগান এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার একটি বিশেষ টিম মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রুবেলকে আটক করতে বুরুজবাগান এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে পুলিশ সদস্যরা রুবেলকে ঘিরে ফেললে সে হঠাৎ ধারালো ছুরি বের করে কনস্টেবল আবুল হোসেনের ওপর হামলা চালায়। এতে কনস্টেবলের হাতে ও কাঁধে আঘাত লাগে। হামলার পর রুবেল অন্ধকারে পালিয়ে যেতে সক্ষম হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, রুবেল চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে পাঁচটি মাদক মামলা রয়েছে। তাকে আটকের জন্য পুলিশি অভিযান আরও জোরদার করা হয়েছে। তিনি বলেন, “আহত পুলিশ সদস্য বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন। হামলাকারীকে দ্রুত গ্রেফতারের জন্য আমাদের একাধিক টিম মাঠে কাজ করছে।”
স্থানীয়রা মনে করছেন, এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশের এ ধরনের অভিযান আরও জোরদার করা উচিত। তবে মাদককারবারিদের বেপরোয়া মনোভাব এবং তাদের সহিংসতা পুলিশের জন্য ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে বলেও তারা মন্তব্য করেন।
মাদকবিরোধী চলমান অভিযানের মধ্যে এমন হামলার ঘটনায় পুলিশ সদস্যদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করেই মাদক নির্মূলে তারা তাঁদের অভিযান অব্যাহত রাখবেন।







