যশোরের চিহ্নিত অপরাধী হিসেবে পরিচিত ১০ মামলার আসামি মারুফ হোসেন রনিকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। রনি যশোর সদর উপজেলার মালঞ্চি এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে। বর্তমানে সে শহরের চোপদারপাড়া আনসার ক্যাম্প সংলগ্ন পানির ট্যাংক এলাকার একটি বাড়িতে বসবাস করছে।
কোতোয়ালি থানার এসআই আনিছুর রহমান খান জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রেলস্টেশনের বিপরীতে একটি চায়ের দোকানের সামনে ক্ষমতার দাপট দেখিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করছিল। এসময় রনি হাতে থাকা চাকুটি প্রকাশ্যে বের করলে আশেপাশের লোকজন ক্ষুব্ধ হয়ে তাকে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়। পরে পুলিশ গিয়ে আহত অবস্থায় রনিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে থানায় আনা হয়।
পুলিশ জানায়, মারুফ হোসেন রনি একজন চিহ্নিত অপরাধী। কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে।







