Saturday, December 6, 2025

বাঘারপাড়ায় বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা ভোলা গ্রেপ্তার

যশোরের বাঘারপাড়া উপজেলায় বিস্ফোরক আইনের মামলায় স্থানীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান চৌধুরী ভোলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বন্দবিলা ইউনিয়নের তেলীধান্যপুড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

সাইফুজ্জামান চৌধুরী ভোলা প্রয়াত নুরুজ্জামান চৌধুরী মনুর ছেলে এবং জেলা পরিষদের সাবেক সদস্য। তিনি ২০২৪ সালের ১৯ ডিসেম্বর দায়ের হওয়া একটি বিস্ফোরক মামালার পঞ্চম আসামি ছিলেন। মামলাটি করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক খোকন লস্কর। অভিযোগপত্রে বলা হয়, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত ইউনিয়ন পদযাত্রায় কিছু নেতাকর্মী ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িত ছিলেন।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান জানান, ভোলা হাইকোর্ট থেকে জামিনে থাকলেও নির্ধারিত সময়ে নিম্ন আদালতে হাজির হননি। এ কারণে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। সেই পরোয়ানা বাস্তবায়ন করতেই আজ সকালে তাকে আটক করা হয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর