ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৯ নভেম্বর মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় টেস্ট। আর এই ম্যাচেই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে শততম টেস্ট খেলার বিরল মাইলফলক স্পর্শ করবেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম।
তার এই ঐতিহাসিক অর্জনকে স্মরণীয় করে রাখতে বর্ণাঢ্য আয়োজনের পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ম্যাচটিকে কেবল ব্যক্তিগত মাইলফলক নয়, বরং দেশের ক্রিকেটের এক বিশেষ মুহূর্ত হিসেবে উদযাপন করতে চায় বোর্ড। কর্মকর্তাদের মতে, মুশফিকের দীর্ঘ লড়াই, ধারাবাহিকতা ও নিবেদন ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণার উৎস।
এই উপলক্ষকে কেন্দ্র করে বিসিবির পরিকল্পনায় রয়েছে নানা আয়োজন। খেলা শুরুর আগে মাঠে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে মুশফিককে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হবে। তার হাতে তুলে দেওয়া হবে বিশেষভাবে ডিজাইন করা একটি ক্রেস্ট, যেখানে তার শততম টেস্টের তারিখ ও পরিসংখ্যান খোদাই করা থাকবে। এছাড়া সতীর্থদের স্বাক্ষর করা একটি স্মারক ব্যাটও উপহার হিসেবে দেওয়া হবে।
শুধু আনুষ্ঠানিকতাই নয়, পুরো ম্যাচজুড়েই থাকবে উদযাপনের আবহ। ম্যাচের দিন মুশফিকের পরিবারকে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে। স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে দেখানো হবে তার টেস্ট ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলো। গ্যালারি সাজানো থাকবে ‘১০০’ নম্বর সম্বলিত ব্যানার ও পোস্টারে। এমনকি ম্যাচের টিকিট ও প্রোগ্রামের প্রচ্ছদেও থাকছে মুশফিককে উৎসর্গ করা বিশেষ ডিজাইন।
অনলাইন ডেস্ক/আর কে-০৪







