Friday, December 5, 2025

জাতীয় নির্বাচন সামনে: ১২ দলকে নিয়ে সংলাপে বসেছে নির্বাচন কমিশন

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে আজ দ্বিতীয় দিনে ১২টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। সকালে ছয়টি এবং বিকেলে আরও ছয়টি দলের সঙ্গে এই সংলাপ অনুষ্ঠিত হবে।

রোববার (১৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক।

তিনি জানান, আজ সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সংলাপে অংশ নিচ্ছে গণফোরাম, গণফ্রন্ট, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও বাংলাদেশ জাতীয় পার্টি।

এ ছাড়া দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের মতামত উপস্থাপন করবে।

অনলাইন ডেস্ক/আর কে-০২

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর