Saturday, December 6, 2025

বেনাপোলে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল আরোহী

বেনাপোলে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর আলম (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে বেনাপোল থানাধীন দিঘীরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত জাহাঙ্গীর আলম যশোরের শার্শা উপজেলার ধান্যখোলা গ্রামের মৃত ওয়াহেদ আলী বিশ্বাসের ছেলে। তিনি হেলমেট পরিহিত অবস্থায় মোটরসাইকেলযোগে বেনাপোল থেকে বাড়ি ফিরছিলেন। দিঘীরপাড় এলাকায় পৌঁছালে পার্শ্ববর্তী রাস্তা থেকে অজ্ঞাত আরেকটি মোটরসাইকেল সামনে এসে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। দুর্ঘটনায় তার অণ্ডকোষে গভীর ক্ষত সৃষ্টি হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা এখন আশঙ্কামুক্ত।

দুর্ঘটনায় জড়িত অন্য মোটরসাইকেল চালক বা বাইকটির পরিচয় এখনো শনাক্ত হয়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর