যশোরে চেতনানাশক ওষুধ প্রয়োগ করে এক গরু ব্যবসায়ীর টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) বিকেল ৩টার দিকে ঝিকরগাছা বাসস্ট্যান্ড এ ঘটনা ঘটে।
গরু ব্যবসায়ী ঝিকরগাছা উপজেলার পদ্মপুকুর গ্রামের মৃত ঝুরু গাজীর ছেলে সিরাজুল ইসলাম (৫৬)।
জানা গেছে, সাতমাইল বাজার থেকে প্রায় ৬০ হাজার টাকা নিয়ে বাসযোগে বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন তিনি। পথিমধ্যে অজ্ঞাত দুর্বৃত্তরা চেতনানাশক জাতীয় কিছু খাইয়ে তাঁকে অজ্ঞান করে টাকা ছিনিয়ে নেয়।
পরবর্তীতে ঝিকরগাছা বাসস্ট্যান্ড এলাকার লোকজন তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে পরিবারের সাথে যোগাযোগ করেন। প্রথমে তাকে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠান। রাত ৯টা ৩০ মিনিটে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
সিরাজুল ইসলামেরন ছেলে জানিয়েছেন, তার বাবার অবস্থা এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নয়।







