Saturday, December 6, 2025

অভিমান নিয়ে অবেলায় চলে গেলেন কামালপুরের রানা

স্টাফ রিপোর্টার: যশোরে পারিবারিক কলহের জেরে রানা (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) রাত ৯টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত রানা যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের কামালপুর গ্রামের মশিয়ার রহমানের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে পারিবারিক বিরোধের এক পর্যায়ে অভিমান থেকে রানা বিষপান করেন। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের চতুর্থ তলার পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর