Saturday, December 6, 2025

মাদ্রাসা ছাত্রকে মারধর করে হাত ভাঙার অভিযোগে প্রধান শিক্ষকসহ দুইজনের বিরুদ্ধে মামলা

যশোরের তানজিমুল প্রি-হিফয মাদ্রাসার এক ছাত্রকে মারধর করে হাত ভেঙে দেওয়ার অভিযোগে প্রধান শিক্ষকসহ দু’জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শুক্রবার শহরের নাজির শংকরপুর এলাকার রাসেল আহম্মেদ বাদী হয়ে এ মামলা করেন। আসামিরা হলেন, শংকরপুর চোবদারপাড়ার শেখ জালাল উদ্দিনের ছেলে মাদ্রাসার শিক্ষক আবদুস সামী এবং প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক সাইফুল।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, রাসেল আহমেদের ছেলে রাইয়ান শহরের রেলগেট তেতুলতলা এলাকার তানজিমুল উম্মাহ প্রি-হিফয মাদ্রাসার হিফয বিভাগের ছাত্র। গত ১২ নভেম্বর সকালে ক্লাস চলাকালে শিক্ষক সামী রাইয়ানকে ডেকে নিয়ে প্রথমে মেঝেতে আছাড় দেন। পরে নিজের কক্ষে নিয়ে তার হাত বেঁধে র‌্যাকেট দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন। প্রায় দুই ঘণ্টা পর রাইয়ানকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। মামলায় আরও উল্লেখ করা হয়, শিক্ষক আবদুস সামী স্বভাবগতভাবে হিংস্র প্রকৃতির এবং এর আগেও তিনি কয়েকজন ছাত্রকে মারধর করে গুরুতর আহত করেছেন। তবে প্রধান শিক্ষক কোনো ব্যবস্থা নেননি।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর