Saturday, December 6, 2025

যশোরে স্কুলছাত্রী অপহরণের অভিযোগ মা–ছেলের বিরুদ্ধে মামলা

যশোর সদর উপজেলার হাটবিলা গ্রামের এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে মা–ছেলের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার আসামি করা হয়েছে একই গ্রামের নাজমুল ইসলামের স্ত্রী সালামা বেগম ও তার ছেলে রাজকে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, স্কুলে যাওয়া–আসার পথে আসামি রাজ দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে উত্যক্ত করত। বিষয়টি তার পরিবারকে জানানো হলে তারা উল্টো হুমকি দেয়। গত ৪ নভেম্বর সন্ধ্যায় চিনি কেনার উদ্দেশ্যে স্থানীয় হাসেম আলীর দোকানে যাওয়ার পথে রাজ তাকে অপহরণ করে নিয়ে যায়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে থানায় অভিযোগ করেন। পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর