নড়াইল প্রতিনিধি: নড়াইলে হাতীর বাগান নামক বাসস্ট্যান্ড থেকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী এসপি গোল্ডেন লাইন (ঢাকা মেট্রো-ব, ১২-৪৮৪৮) পরিবহন থেকে ১০ বোতল বিদেশি মদসহ একজনকে আটক করেছে নড়াইল সদর থানা পুলিশ।
আটককৃত আসামী সাতক্ষীরা জেলার বাঘা আঁচড়া এলাকার বাসিন্দা মো: মামুন (২০)।
১৫ নভেম্বর (শনিবার) সকালে নড়াইল সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে হাতীর বাগান বাস স্যান্ড থেকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী এসপি গোল্ডেন লাইন পরিবহনে ঢাকা মেট্রো-ব, ১২-৪৮৪৮) গাড়িতে অভিযান পরিচালনা করে।
এ-সময় পুলিশ গাড়িতে তল্লাশি চালালে জানালা দিয়ে একজন পালিয়ে গেলেও পাশে বসে থাকা মো: মামুনের সাথে থাকা স্কুল ব্যাগ থেকে দশ বোতল বিদেশি মদ জব্দ করে। পরে তাকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাসটিতে অভিযান চালানো হয়। এ সময় বিদেশি মদসহ এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।







