Friday, December 5, 2025

বাঘারপাড়া ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

আজম খাঁন, বাঘারপাড়া (যশোর) প্রতিনিধিঃ শিক্ষার মানোন্নয়নে করণীয় নির্ধারণ, অভিভাবক-শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিসহ সার্বিক শিক্ষা উন্নয়নকে কেন্দ্র করে বাঘারপাড়া ডিগ্রি কলেজে শনিবার অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী সোহাগ।

তিনি বলেন, গুণগত শিক্ষা অর্জনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক—এই তিন পক্ষের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের মেধা ও নৈতিক বিকাশে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের নিবিড় তত্ত্বাবধান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কলেজের অধ্যক্ষ আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব, কলেজ পরিচালনা পরিষদের সদস্য মাছুদ আলম টিপু, বাচ্চু মিয়া, আব্দুল হক ও ভূমি কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে পাঁচজন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়।

আর কে-০৫

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর