Saturday, December 6, 2025

 আব্দুল খালেকের কবর জিয়ারত করলেন মফিকুল হাসান তৃপ্তি

শার্শা উপজেলার ডিহি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম আব্দুল খালেকের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর কবর জিয়ারত করেছেন যশোর-১ (শার্শা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় তিনি ডিহি ইউনিয়নের পারিবারিক কবরস্থানে গিয়ে ফাতেহা পাঠ ও দোয়া-মোনাজাতে অংশ নেন। জিয়ারত শেষে তৃপ্তি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর রাজনৈতিক অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তিনি বলেন, “আব্দুল খালেক ছিলেন ত্যাগী, সৎ ও নিবেদিতপ্রাণ নেতা। দলীয় আদর্শে তাঁর অটল অবস্থান আমাদের জন্য অনুপ্রেরণা।”

তৃপ্তি আরও উল্লেখ করেন, স্থানীয় রাজনীতিতে নেতাকর্মীদের সংগঠিত রাখতে আব্দুল খালেকের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর মৃত্যুতে ডিহি ইউনিয়ন বিএনপি একজন অভিভাবকসুলভ নেতাকে হারিয়েছে।

জিয়ারতকালে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন এবং মরহুমের স্মৃতিচারণ করেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর