Saturday, December 6, 2025

শার্শার ডিহি ইউনিয়নে তৃপ্তির গণসংযোগ ও উঠান বৈঠক

শার্শা উপজেলার ডিহি ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন যশোর-১ (শার্শা) আসনে বিএনপির মনোনীত সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।

শুক্রবার দিনজুড়ে তিনি স্থানীয় নেতাকর্মীদের নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় লিফলেট বিতরণ করে ধানের শীষে ভোট চান।

গণসংযোগ শেষে পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তৃপ্তি বলেন—“বিএনপি ক্ষমতায় গেলে জনগণের উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে। নারীদের কর্মসংস্থান, বেকার যুবকদের উপযুক্ত পরিবেশ, শিক্ষা ও চিকিৎসাসহ সবখাতে উন্নতি হবে।”

ডিহি ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত বৈঠকটি ব্যাপক জনসমাগমে জনসভায় রূপ নেয়।
অনুষ্ঠানে বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, উপজেলা ও জেলা বিএনপি-যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ স্থানীয় অঙ্গসংগঠনের বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর