Saturday, December 6, 2025

যশোরে মেয়াদোত্তীর্ণ চিপস খেয়ে শিশু হাসপাতালে ভর্তি

যশোরে মেয়াদোত্তীর্ণ চিপস খেয়ে তিন বছর বয়সী এক শিশু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে সদর উপজেলার নওয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

অসুস্থ শিশুটির নাম আজিম হোসেন (৩)। সে ওই এলাকার শাহজামালের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নওয়াপাড়া এলাকার পলিথিন ব্যবসায়ী সিরাজুল ইসলামের (৫৫) বাড়িতে পলিথিনের চালানের সাথে মেয়াদোত্তীর্ণ চিপসও মজুত করা ছিল। শুক্রবার সকাল ১০টার দিকে শিশু আজিম ওই বাড়িতে খেলা করার সময় সেখান থেকে চিপস নিয়ে খেয়ে ফেলে। এর কিছুক্ষণ পরই সে অসুস্থ হয়ে পড়ে এবং বমি করতে শুরু করে।

পরিবারের সদস্যরা প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও, পরে শিশুটির অবস্থা খারাপ হতে থাকলে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। বেলা প্রায় পৌনে পাঁচটার দিকে চিকিৎসকরা তাকে পরীক্ষা-নিরীক্ষা করে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটি বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

শিশুটির বাবা শাহজামাল বলেন, “আমার ছেলে হঠাৎ করে বমি ও অসুস্থ হয়ে পড়ে। পরে আমরা জানতে পারি যে সে সিরাজুলের বাড়িতে রাখা পুরনো চিপস খেয়েছে।”

আবাসিক এলাকায় এভাবে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য মজুত রাখার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর