নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২৬টি মামলা দায়ের, ৯৫ হাজার টাকা জরিমানা ও ১১টি যানবাহন আটক করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় শহরের হাতিরবাগান মোড়ে এ অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) কামরুল ইসলাম।
তিনি জানান, অভিযানে গাড়ির কাগজপত্র না থাকায় ১১টি মোটরসাইকেল আটক করা হয়। এছাড়া হেলমেট ও কাগজপত্র না থাকায় ২৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়ে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ট্রাফিক আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান পরিদর্শক কামরুল ইসলাম। অভিযানকালে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
আর কে-০১







