নড়াইলের কালিয়া উপজেলায় অভিযান চালিয়ে রিক্তা বেগম (৩০) নামে এক নারী মাদক ব্যবসায় কে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তার কাছ থেকে ১৯ পুরিয়া হেরোইন, ১৫ পিস ইয়াবা এবং মাদক বিক্রির ২১ হাজার টাকা উদ্ধার করা হয়। তবে অভিযানের খবর পেয়ে তার স্বামী বিল্লাল শেখ পালিয়ে যান।
সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে কালিয়া উপজেলার জামরিলডাঙ্গা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক রিক্তা ওই গ্রামের বিল্লাল শেখের স্ত্রী।
নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রিক্তা বেগম ও তার স্বামীর বিরুদ্ধে মাদক ব্যবসার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত কয়েকদিন ধরে অভিযান চালানো হচ্ছিল। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জামরিলডাঙ্গা গ্রামে রিক্তার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে রিক্তাকে তার বসতঘর থেকে আটক করা গেলেও স্বামী বিল্লাল শেখ আগেই পালিয়ে যান। পরে ঘরে তল্লাশি চালিয়ে উক্ত মাদকদ্রব্য ও টাকা উদ্ধার করা হয়।
নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক আব্দুল মান্নান মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আটক রিক্তা বেগমকে কালিয়া থানায় সোপর্দ করা হয়েছে।







