Friday, December 5, 2025

জনগণের সেবা করতে চাই: নড়াইলে বিএনপি নেতা জর্জের গণসমাবেশ

নড়াইল প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ (নড়াইল-লোহাগড়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশায় বিশাল গণসমাবেশ করেছেন দলটির সাবেক জেলা সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ। সমাবেশে তিনি বলেছেন, “নড়াইলের মানুষের পাশে থেকে জনগণের সেবার কাজ করে যেতে চাই।”

সোমবার বিকালে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। নড়াইল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহরিয়ার রিজভী জর্জ।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক নবীর হোসেন, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব, সাবেক কৃষক দল নেতা মোস্তফা কামাল মোস্ত, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুজ্জামান মিলন, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরমান আলি খান এবং জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস প্রমুখ।

বক্তারা আগামী নির্বাচনে নড়াইল-২ আসনে শাহরিয়ার রিজভী জর্জকে ‘ধানের শীষ’ প্রতীকে মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানান। তারা আরও বলেন, তারেক রহমান যাকে যোগ্য মনে করে মনোনয়ন দেবেন, শাহরিয়ার রিজভী জর্জের নেতৃত্বে সবাই তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

সমাবেশে নড়াইল-২ সংসদীয় আসনের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর